গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আবার বানভাসি মানুষ দীর্ঘদীন যাবৎ পানিবন্দী থাকায় খাদ্য, গোখাদ্য, জ্বালানী ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবন যাপন করছেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, আজ শনিবার (১৮ জুলাই) পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৯৪ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ৬৮ সেন্টিমিটার এবং করতোয়া নদীর পানি ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ২৬টি ইউনিয়নের প্রায় ১ লাখ ৩১ হাজার ৩২০ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য দ্বিতীয় বারের মতো ২১০১ মে.ট. চাল ও নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা, শিশুখাদ্য ৪ লাখ টাকার, ২ লাখ টাকার গোখাদ্য ও ৩ হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এসবের বিতরণ কার্যক্রম চলছে।
এদিকে জেলা সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, বন্যাকবলিত এলাকায় ৬১টি মেডিকেল টিম সর্বদা কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।