জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় আবারো বাড়ছে নদ নদীর পানি। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবারো ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি বাড়ছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঘাঘট, তিস্তা, করতোয়া নদীর পানি বাড়লেও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের ৪ উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। প্রকট আকার ধারণ করেছে শুকনো খাবার, গো-খাদ্যসহ বিশুদ্ধ পানির।
বন্যার পানিতে তলিয়ে গেছে পাট, ভুট্টা, আউশ ধান ও আমন বীজতলাসহ আড়াই হাজার হেক্টরের অধিক জমির ফসল। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। পানিবন্দি এসব এলাকার মানুষ শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।