জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে ১৪ মাস বয়সী আয়াত মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শিশু আয়াত রামডাকুয়া মহল্লার সাদিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে আয়াত বাড়ির আঙিনায় খেলছিলেন। এসময় তার মা কাপড় পরিষ্কারের জন্য বালতিতে পানি ভরে রাখেন। খেলার একপর্যায়ে আঙিনায় রাখা পানি ভর্তি বালতিতে মাথা ঢুকিয়ে পড়ে যায় আয়াত। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, পানিতে পড়ে আয়াত মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।