জুমবাংলা ডেস্ক : গাইবান্ধা জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ডার তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউএনওদের নিরাপত্তা নিশ্চিত করতে সাত উপজেলাতে চার জন করে মোট ২৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আগামীতে এ সংখ্যা বাড়ানো হবে।
তাদের মধ্যে একজন পিসি ও তিনজন সদস্য ইউএনওর কার্যালয় এবং তার বাসভবনে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান তার বাসভবনের সামনের প্রধান গেটে আনসার সদস্যের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ময়নুল হক জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত আনসার সদস্যরা সর্বদা তৎপর আছে। তারা বাসভবনেরর সামনের সড়কে যাতায়াতকারীদের পরিচয়সহ প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।