Advertisement
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধায় করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পড়া হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
জাতীয় মানব অধিকার কমিশন, ইউএনডিপি ও হিউম্যানরাইটস এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের আয়োজনে রবিবার (১০ মে) এই খাদ্য সহায়তা দেয়া হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার প্রায় ২৫০টি পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তার প্রত্যেক প্যাকেটে দেয়া হয় চাল ১০ কেজি, আটা ৫ কেজি, মসুর ডাল ২ কেজি, তেল ২ লিটার ও সাবান ২টি।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সনাক সদস্য অশোক সাহা, হরিজন যুব ঐক্য পরিষদের নেতা সোহাগ বাসফোর প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।