স্পোর্টস ডেস্ক : কয়দিন আগেই আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়েছিলেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধুরী। ভারতের এই আম্পায়ার নিজেই জানিয়েছিলেন, লকডাউনে আটকে পড়েছেন একটি প্রত্যন্ত গ্রামে। মোবাইল নেটওয়ার্কের অপ্রতুলতার কারণে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি। তাই গাছে উঠে মোবাইল নেটওয়ার্কের খোঁজে অধিকাংশ সময় কাটছে তার। এবার তার গাছে ওঠার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে!
মার্চে ভারত বনাম বাংলাদেশ সিরিজ আয়োজনের কথা ছিল। সেই সিরিজেই ম্যাচ পরিচালনার দ্বায়িত্বে ছিলেন তিনি। তবে বিশ্বজোড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সেই সিরিজ বাতিল হয়ে যায়। সেই সময়েই আম্পায়ার অনিল চৌধুরী সামলি জেলায় নিজের পৈতৃক গ্রাম ডাঙরলে যান। এর মাঝেই ভারতে ২১ দিনের লকডাউন শুরু হলে সেখানেই আটকে পড়েন তিনি। গ্রামে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও গ্রামবাসী যে খুব সচেতনভাবে করোনাভাইরাস মোকাবেলা করছে, সেটাও জানিয়েছেন অনিল।
পিটিআইকে নিজের অবস্থা জানাতে গিয়ে অনিল চৌধুরী বলেন, ‘মার্চ মাসের ১৬ তারিখ থেকে দুই সন্তানের সঙ্গে রয়েছি। বহুদিন পর গ্রামে এসে এক সপ্তাহ কাটানোর পরিকল্পনা ছিল। তবে হঠাৎ লকডাউনে এখানেই থেকে যেতে বাধ্য হয়েছি। আমার মা ও স্ত্রী আছেন দিল্লিতে। আমি এখানে সরকারি নির্দেশনা মেনে চলছি। এখানে বড় সমস্যা মোবাইল নেটওয়ার্ক। কারোর সঙ্গে কথা বলা তো দূরে থাক, ইন্টারনেটও ব্যবহার করতে পারছি না। মোবাইলে নেটওয়ার্কের জন্য ছাদে কিংবা গাছে চড়তে হচ্ছে। কিংবা গ্রামের বাইরে যেতে হচ্ছে। তা সত্ত্বেও অনেক সময় নেটওয়ার্ক থাকছে না।’
অনিল চৌধুরীর গ্রামটি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ১০০ কিলোমিটারের মাঝে হলেও মোবাইলের নেটওয়ার্কের এই সমস্যা বহুদিনের। এমনটা জানিয়ে তার বক্তব্য, ‘গত একবছর ধরেই নেটওয়ার্কের সমস্যা রয়েছে গ্রামে। তবে লকডাউনের কারণে পড়াশুনার ক্ষতি হচ্ছে। দিল্লি থেকে এই গ্রামের দূরত্ব মাত্র ৮৫ কিমি। আমার এক ছেলে হিন্দু কলেজে পরে। অনলাইনে ক্লাস চালু রয়েছে। যদিও ও সেগুলোতে সে এটেন্ড করতে পারছে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।