জুমবাংলা ডেস্ক : সুজানগরের গাজনার বিলে এখন মাছের পরিবর্তে ধান শোভা পাচ্ছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারি এবং ব্যক্তিমালিকানা মিলে প্রায় ৬ হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে গাজনার বিল। এক সময় এ বিলে সারা বছর পানি থাকলেও এখন চৈত্র মাস আসার আগেই বিল শুকিয়ে যায়। ফলে স্থানীয়রা এখানে ধান চাষ করে।
কৃষক নূরুল ইসলাম বলেন, গাজনার বিলে কখনো ফসল আবাদ করা যাবে একথা ভাবাই যায়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, বিলের নাব্যতা কমে যাওয়ায় ছয় মাস পানি থাকে আর ছয় মাস শুষ্ক থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।