গাজায় ইসরায়েলি সেনাদের ওপর আবারও হামলা

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় স্থল অভিযানের পর থেকে একের পর এক হোঁচট খাচ্ছে ইসরায়েল। দেশটির সেনাদের সাথে মারমুখী অবস্থানে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার তাদের ওপর পদে পদে হামলা চালিয়েছে গাজার সেনারা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলের পদাতিক সেনাদের ওপর হামলা চালিয়েছে। গাজা উপত্যাকার দক্ষিণে খান ইয়ানিসে একটি বাড়ির ভেতরে এ সেনারা অবস্থান নিয়েছিল। এ সময় তাদের সাথে অ্যান্টি পারসোনেল ডিভাইস ছিল। ফলে এতে সেনারা আহত বা নিহতের আশঙ্কা রয়েছে।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের তিনটি সামরিক যানে হামলা চালিয়েছে। আল-ইয়াসিন ১০৫ গোলার মাধ্যমে খান ইয়ানিসের পূর্বাঞ্চলে বানি শুহেইলা এলাকায় এ হামলা করা হয়েছে।

ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলি সেনাদের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। খান ইয়ানিসের পূর্বাঞ্চলে ক্যালিবার মর্টার শেল দিয়ে সেন্টারটিতে হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় গাজায় ২২ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে গাজার হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন।

পাকিস্তানের স্বৈরশাসক মোশাররফকে মরণোত্তর মৃত্যুদণ্ডাদেশ