আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৭০০ জন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ত্রাণপ্রত্যাশীরা গাজায় তাদের কাছে ভয়ংকরভাবে উপস্থিত হয়েছিল। এ সময় সেনারা তাদের ওপর গুলি চালিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার দক্ষিণে খাবারের জন্য অপেক্ষা করছিলেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলের বৃত্তকার হামলায় ১০৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৭০০ জন।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছে, ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। ভিড়ের মধ্যে সহিংসতা ও ট্রাক থেকে ত্রাণ লুটপাটের সময় এ ঘটনা ঘটেছে।
সেনাবাহিনীর কর্মকর্তাদের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভিড়ের মধ্যে বেশ কয়েকজন সদস্য ইসরায়েলের সেনাদের দিকে তেড়ে যান। এ সময় তারা ত্রাণ বিতরণে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে তারা বিপদের মুখোমুখি হলে তারা ভিড়কে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ঘটনাটি পর্যালোচনা করে দেখছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।