আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সপ্তাহে ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হতাহতের বেশিরভাগই ঘটেছে রবিবার।
এদিকে ইসলামী জিহাদ গ্রুপ বলছে, নিহতদের মধ্যে সাতজন তাদের গ্রুপের সদস্য ছিল। খবর বিবিসি ও আলজাজিরার।
এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষ ক্রমেই বেড়ে চলছে।
রবিবার গাজায় ইসরাইলি বিমান হামলা ও ট্যাংকের গোলায় একটি শিশু ও তার অন্তঃসত্ত্বা মাসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এতে প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদি রাষ্ট্রটির মধ্যে ইতোমধ্যে ভেঙে পড়া অস্ত্রবিরতির পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গাজায় শক্তিশালী আক্রমণের নির্দেশ দিয়েছেন।
ইসরাইলি বিমান থেকে রবিবার ফিলিস্তিনের আল বারিজ শরণার্থী ক্যাম্প লক্ষ করে রকেট নিক্ষেপ করা হয়।
এদিন দখলদার ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সাতটি বাড়িও ধ্বংস করে দিয়েছে।
এ হামলায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হওয়ার কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।