নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে অটোরিকশাচালক ইয়াসিন রানাকে (২৬) শ্বাসরোধ করে হত্যার একদিন পর রহস্য উদঘাটন এবং দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১। রবিবার (২ মার্চ) দুপর সাড়ে ১২টায় সহকারী পুলিশ সুপার (এএসপি) সালমান নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (১ মার্চ) সন্ধ্যায় রাতে ভাওয়াল গড় এলাকা থেকে অটোরিকশাচালক হত্যার মূল হোতা নেত্রকোনার মদন উপজেলার সাইতপুর গ্রামের আবুল বাশার খানের ছেলে মুর্শিদ আলম (২৪) এবং তার সহযোগী গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার আওলাদ হোসেনের ছেলে মাহাদী হাসান মিতুলকে (২০) গ্রেফতার করে।
র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সালমান নূর আলম জানান, আসামিরা অটোরিকশাচালক ইয়াসিন রানাকে শ্বাসরোধ করে হত্যার পর তার ব্যবহৃত মোবাইল ফোন এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা উসমান গনি জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র্যাব ছায়াতদন্ত শুরু করে। পরে ওই দিন রাতেই জয়দেবপুর থানার ভাওয়াল গড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, রবিবার বেলা সাড়ে ১১টায় আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার শ্রীপুর ফরেস্ট রেঞ্জের সিংড়াতলী বন বিটের (রেনু ভিটা) গভীর গজারি বন থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালক ইয়াসিন রানার লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী (শিরিরচালা) এলাকার স্ত্রী ও দেড় বছরের এক ছেলেকে নিয়ে স্থানীয় মনাফের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। ইয়াসিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের ওসমান গণির ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।