জুমবাংলা ডেস্ক : বিভিন্ন দাবি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) একদল বিদেশি শিক্ষার্থী বিক্ষোভ করছেন। রোববার (৬ আগস্ট) দিবাগত রাত ১২ টার পর থেকে গাজীপুরের বোর্ডবাজারের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফটকে অবস্থান করে আন্দোলন করে যাচ্ছেন তারা।
বিক্ষোভরত শিক্ষার্থীরা সকালে গেট বন্ধ করে দেন। ফলে অনাবাসিক দেশীয় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে সাড়ে ১০ টার দিকে গেট খুলে দেয়া হয়।
সরেজমিনে দেখা যায়, একদল বিদেশি শিক্ষার্থী মূল ফটকটি বন্ধ করে রেখেছেন। তারা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। তারা মূল ফটকে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং গেট খুলে দেো হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এ রিপোর্ট লেখা অবধি গেটে অবস্থান করে স্লোগান দিচ্ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তবুও পাস করিয়ে দেয়ার দাবি করছেন। এছাড়াও তারা আবাসিক সুবিধা, ছুটিকালীন পকেট খচরসহ বিভিন্ন দাবি তুলেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিদেশি শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করেও চাকরির নিশ্চয়তা, আবাসিক হোটেলে তাদের কক্ষে এসি, ওয়াশিং মেশিন লাগানো ও অভ্যন্তরীণ একটি পরীক্ষা বাতিলসহ নানা বিষয় দাবি করছেন। তবে এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং শিগগিরই সমাধান হয়ে যাবে।
আনসার সদস্য রুবেল মিয়া বলেন, ‘তারা কিছু দাবি নিয়ে রাত থেকে গেটে অবস্থান নিয়েছেন। তারা গেট বন্ধ করে দিয়েছিলেন। এখনও গেটে রয়েছেন। কিছু বলতে গেলে মারতে আসেন।’
উপাচার্যের পিএস নাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আবাসিক রুমে এসি, ওয়াশিং মেশিনের দাবি করছেন। এছাড়া কোনো বিষয়ে অকৃতকার্য হলে সেই বিষয়ে আবারও পরীক্ষা নেয়া হয়। সেটিও বাতিল করার দাবি জানান। এছাড়া তাদের একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনেরও অনুমোদন চাইছেন। ভিসি স্যারসহ মিটিং চলমান। বিষয়টি শিগগিরই সমাধান হবে।
উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিচালিত হয় ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহযোগিতায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।