নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা এক ব্যক্তির পরীক্ষা না হওয়ায় চিন্তায় পড়েছেন চিকিৎসকেরা।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সর্দি-ঠাণ্ডা, হাঁচি-কাশি, জ্বর ও গলা ব্যথ্যা নিয়ে ওই ব্যক্তি বৃহস্পতিবার হাসপাতাালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।
তিনি বলেন, “তার নমুনা সংগ্রহের জন্য ঢাকার আইইডিসিআরে দুই দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনও তারা নমুনা সংগ্রহ করতে আসেনি। এ কারণে আমরা টেনশনে আছি। ”
সম্প্রতি এ হাসপাতালে দশ বেডের একটি আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে জানিয়ে রফিকুল বলেন, “এ ইউনিটে একমাত্র রোগী ওই ব্যক্তির প্রয়োজনীয় পরিচর্যা ও ওষুধ সরবরাহ করা হয়েছে। ”
তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান বলেন, তাদের হাপাতালে এখন তিনটি অ্যাম্বুলেন্স সবসময় স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এর মধ্যে একটি করোনাভাইরাস লক্ষণ আছে- এমন রোগীদের আনা নেওয়ার জন্য, আর বাকিগুলা সাধারণ রোগী ও চিকিৎসকদের জন্য।
এদিকে গাজীপুরে ৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান।
তিনি বলেন, “হোম কোয়ারেন্টিনে থাকা এক হাজার ৪৯৬ জনের মধ্য থেকে ৫৫৮ জনকে রিলিজ দেওয়া হয়েছে। ”
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel