নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এক রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা, শিক্ষক এবং কৃষি উদ্যোক্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তবে এসব ঘটনাকে মিথ্যা বলছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রাম এবং তেলিহাটী ইউনিয়নের ইলিমের মোড় এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে রাত ৮টার দিকে ইলিমের মোড় এলাকায় কৃষি উদ্যোক্তা মতিউর রহমানের ভাড়া বাসায় ডাকাতি হয়। তার বাসা থেকে ১৪ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা। রাত সোয়া ৩টার দিকে বাঁশবাড়ী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম ও তার বড় ভাই আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের বাড়িতে ডাকাতি হয়।
প্রধান শিক্ষক আব্দুল হালিম বলেন, রাত সোয়া ৩টার দিকে ৩০-৩৫ জনের মুখোশ পরা একদল ডাকাত আমার ভবনের পেছন দিক দিয়ে দোতলায় ওঠে। তারা নিচে নেমে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার হাত-পা বেঁধে ফেলে। পরে দেশীয় অস্ত্রের মুখে ফেলে আমার স্ত্রী ও বাড়ির লোকদের জিম্মি করে। ডাকাতরা অন্তত ৪০ মিনিট ঘরে অবস্থান করে ৫৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, টিভি, মাইক্রোওয়েভ ওভেন ও মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
তিনি বলেন, একই সময়ে আমার বড় ভাই গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের বাড়িতে ১৫ জন ডাকাত একইভাবে ঘরে ঢুকে। তারা ঘরে ঢুকে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালঙ্কার, টিভি, মাইক্রোওয়েভ ওভেন ও মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা বলে যায়, আপনাদের শত্রু কে? আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, আমরা সেভাবে কাজ করেছি।
কৃষি উদ্যোক্তা মতিউর রহমান বলেন, রাতে অফিস থেকে বাসায় গিয়ে দরজার তালা ভাঙা দেখেতে পাই। ঘরে ঢুকে দেখি ডাকাতরা আলমারি ভেঙে আমার মালটা বিক্রির ১৪ লাখ টাকা, দুই জোড়া কানের দুল, হাতের বালা, নাকফুল, তিনটি স্বর্ণের আংটি এবং একটি হাতঘড়ি নিয়ে যায়। ডাকাতরা পাশের ফ্ল্যাটের দরজার তালা ভেঙে আমার বাসায় ঢুকেছে।’
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘ডাকাতির ঘটনাগুলো মিথ্যা। ডাকাতির শিকার হওয়া বাড়ির লোকজন মিথ্যা অভিযোগ করছেন। থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবু আমরা ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।