নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এম এম শোয়াইবকে আহ্বায়ক এবং খন্দকার আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে।

দলের সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছয় মাসের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু রায়হান মিসবাহ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. শামীম শেখকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আসাদুল ইসলাম ইমন।
কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রায়হানকে।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে গাজীপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


