জুমবাংলা ডেস্ক: পুলিশ কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে প্রার্থী ও অভিভাবকদের চাকরি দেয়ার মিথ্যা প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
শনিবার সকালে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শামসুন্নাহার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফরিদপুরের রাজাপুরের সৈয়দ মাহনুর হাসান জুয়েল ও তার ভাই সৈয়দ মাহবুব হোসেন।
এসপি শামসুন্নাহার জানান, গাজীপুর পুলিশ সুপারের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারক চক্রটি গাজীপুর থেকে ফোনের মাধ্যমে ২/৩ জন প্রার্থীর নাম ও রোল নম্বর জানতে চায়। পরবর্তীতে ফোন কলের সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ শুক্রবার রাতে ঢাকার মালিবাগ থেকে জুয়েলকে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মাহবুবকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, তাদের দেহ তল্লাশি করে কনস্টেবল নিয়োগে সারাদেশের ১১টি জেলার ১৫ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ও গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয়। যেসব পরীক্ষার্থী মেধাবী এবং নিয়োগ পরীক্ষায় টিকে যাবে এমন প্রার্থীদের টার্গেট করে চক্রটি প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে বলেও জানান এসপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।