Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরে কালিয়াকৈরে করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগীয় এই জেলায় করোনায় ছয়জনের মৃত্যু হলো।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. প্রবীর সরকার জানান, করোনার উপসর্গ নিয়ে (জ্বর, সর্দি) সোমবার (১ জুন) রাতে কালিয়াকৈরের হিজলতলী গ্রামের শওকত হোসেন (৫৫) ও নামাশুলাই গ্রামের কফিল উদ্দিন (৪৫) মারা যান।
তবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা যাছাই করতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, ‘কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন তারা। সোমবার অবস্থার অবনতি হলে নিজ বাড়িতেই মারা যান তারা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।