
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে মরণঘাতি করোনা ভাইরাস গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনের নমুনায় নতুন করে আরো ৩৬ জনের করোনা পজিটিভ ধরা পরেছে। এ নিয়ে গাজীপুরে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫৬৭ জন।
Advertisement
শনিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে গাজীপুর সদর উপজেলায় নতুন ২৪ জনসহ আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯৯৮ জনে।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেছেন,গত একদিনে নতুন ৩৬ জনসহ আক্রান্তের সংখ্যা ১৫৬৭ জন দাঁড়ালো। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে ১২ হাজার ৮২১ জনের নমুনা।
এর মধ্যে পরীক্ষা শেষে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৫৬৭ জন এবং মৃতের সংখ্যা দাড়ালো ১৩ জন। এছাড়া নতুন ১২ জন সুস্থ্যসহ এ পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে ৩০৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


