নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে কলেজছাত্র সাব্বিরকে ছাদ থেকে ফেলে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও শিক্ষকসহ এলাকাবাসী।
শনিবার (০৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সফিপুর ফ্লাইওভারের নিচে নিহতের বড় ভাই আবির আদনানের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আইডিয়াল কলেজের শিক্ষক জাকির হোসেন, ব্যবসায়ী রফিকুল ইসলামসহ এলাকাবাসী।
জানা যায়, দুপুরে পৌনে ১২টার দিকে মানববন্ধনকারীরা সফিপুর (দোকানপাড়) এলাকায় গাজীপুর- টাঙ্গাইল মহাসড়ক অবরোধের করেন। এ সময় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাব্বির হত্যায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেয়। পরে ১টার দিকে অবরোধকারীরা মহাসড়ক হতে সরে যান। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল ও এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সাব্বির তার বন্ধুদের সঙ্গে আন্দারমানিক এলাকার ১০তলা বিল্ডিংয়ের ছাদে ওঠেন। এ সময় পূর্বশত্রুতার জেরে তার বন্ধুরা তাকে ছাদ হতে নিচে ফেলে দেন বলে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।