নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগর মেট্রো সদর থানার আওতাধীন হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধি ও ৩ কর্মকর্তার পদত্যাগের দাবিতে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অবস্থিত হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের প্রায় ১১০০ জন শ্রমিক কর্মবিরতি পালন করে।
জানা গেছে, শ্রমিকদের বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক জাফর আহমেদ তারেক, ডিজিএম আলতাফ হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদ হোসেনের পদত্যাগের দাবিতে শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে।
গাজীপুরে নতুন নতুন ইস্যু নিয়ে শ্রমিক অসন্তোষ, নিষ্ক্রিয় পুলিশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।