নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকাল ৯টায় কোনাবাড়ী থানাধীন জরুন খেলার মাঠ সংলগ্ন সেলিম নামে এক ব্যক্তির বাসায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রাজিয়া সুলতানা (২৮)। তিনি রংপুর জেলার বদরগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি জরুন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহিম ও রাজিয়া সুলতানা জরুন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। রোববার রাত ১০টার দিকে ইব্রাহিম কাজের উদ্দেশ্যে অফিসে চলে যান। সোমবার ভোর ৬টার দিকে তিনি বাসায় ফিরে আসেন এবং বাসার দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও রাজিয়া দরজা না খোলায় স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এসআই নাদিউজ্জামান জানান, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।