নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ ঘোড়ার মাংস জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে সেখান থেকে রুগ্ন অবস্থায় ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-১ এর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ জানান, গোডাউনে রাখা ঘোড়াগুলো জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই সেখানে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ঘোড়া এবং জব্দকৃত মাংস স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সেগুলো গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের সার্জন ডা. হারুন রোমান বলেন, উদ্ধারকৃত ঘোড়াগুলোর অধিকাংশই রুগ্ন এবং অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। জব্দ করা মাংস পরীক্ষায় দেখা গেছে, এতে টক্সিন রয়েছে যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি আরও বলেন, ঘোড়ার মাংস কোনোভাবেই মানবভোজ্য নয় এবং এতে নানা ধরনের সংক্রামক জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে। তাই ঘোড়ার মাংস কেনা বা খাওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রহস্যজনকভাবে পশু আনা-নেওয়া হতো। তবে এমন ভয়ংকর চিত্র সামনে আসায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



