নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফাহিম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ফাহিম নগরীর মুন্সিপাড়া এলাকার মৃত ওয়াসিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফাহিমকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে জড়ানো দুটি পক্ষ স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাকসুদুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও মোস্তাক আহমেদ বলেন, গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.