গাজীপুরে দেয়াল ধসে গেল শিশুর প্রাণ

গাজীপুরে দেয়াল ধসে গেল শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ধসে ফরিদুল ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মহানগরীর কোনাবাড়ির বাইমাইল এলাকায় ঘটনা ঘটে।

গাজীপুরে দেয়াল ধসে গেল শিশুর প্রাণ

শুক্রবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আশরাফ উদ্দিন। এর আগে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফরিদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর থানার বাসিন্দা মতি মিয়ার ছেলে। সে মহানগরীর কোনাবাড়ির বাইমাইল এলাকায় বাবা-মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকতো।

ওসি জানান, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থাকতো শিশু ফরিদের বাবা মা। রাতে তারা পোশাক কারখানায় কর্মরত ছিলেন আর বাসায় একা ছিল শিশু ফরিদ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় সে। স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে রাত ৩টার দিকে চিতিৎসাধীন অবস্থায় ফরিদ মারা যায়।

কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে শেখ রাসেল শিশু-কিশোর কর্ণার