নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় আমিনুল ইসলাম মানিক (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন। এর আগে একই দিন সকালে তাকে গাজীপুর আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম মানিক উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আইডিয়াল প্রি ক্যাডেট নামের একটি কিন্ডারগার্টেনের পরিচালক ছিলেন। অন্যদিকে, ভুক্তভোগী গৃহবধূ সুনামগঞ্জের বাসিন্দা।
এসআই মো. হেলাল উদ্দিন বলেন, ভুক্তভোগী নারীর শিশুসন্তান ওই কিন্ডারগার্টেনে পড়াশোনা করে। কয়েক দিন আগে স্কুলের পরিচালক মানিক কৌশলে ওই নারীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। দেখা হলে তাঁকে ধর্ষণ করা হয়।
এসআই আরো বলেন, এ সময় ধর্ষক কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পালাক্রমে তাকে একাধীকবার ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন বিয়ের আশ্বাস দিয়ে তাকে সন্তান নষ্ট করতে বাধ্য করা হয়। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে গেলে গৃহবধূর স্বামী তাকে তাড়িয়ে দেন। ওই দিকে আমিনুল ইসলাম মানিকও তার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় ধর্ষণ মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তারের পর আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।