নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর কাশিমপুর জরুন এলাকায় পোশাক শ্রমিক মকুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতঙ্ক মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে (৩১ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কাশিমপুর থানার উপ-পরর্দিশক (এসআই) সাইফুর রহমান মুন্সি জানান, তথ্য প্রযুক্তরি মাধ্যমে পিরোজ জেলার মঠবাড়ীয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে রাতেই তাকে কাশিমপুর থানায় আনা হয়েছে।
বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের বাবা নুরুল ইসলাম প্রধান আসামী মনিরকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে সর্বচ্ছো শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত গত (২৬ আগস্ট) সন্ধ্যা রাতে মোবাইল চুরির অপবাদ দিয়ে মকুল মিয়াকে বেধরক মারপিট করে বাড়ীর মালিক সোহেল রানা ও মনির হোসনে। নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে অভিযুক্তরা।
এঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম কাশিমপুর থানায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয় । মামলার পরিপ্রেক্ষিতে প্রধান আসামি মনিকে পিরোজপুর থেকে গ্রেফতার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।