নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতি তৈরির মাধ্যমে ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় মোজাইক ছবি’ দিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। ১৭ মার্চ জাতির জনকের প্রতি সম্মান জানাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ কর্মসূচি নেয়া হয়। তবে করোনা ভাইরাসের কারণে এ কর্মসূচি স্থগিতের ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে মেয়র জাহাঙ্গীর আলম এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম লেখাতে কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে মেয়র বলেন, জাতির পিতার প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিতে চায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা এমন কিছু করবো যা বিশ্ব রেকর্ডের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরতে পারি এবং এক্ষেত্রে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel