নিজস্ব প্রতিবেদ, গাজীপুর : গাজীপুরে বন বিভাগের সিএস গেজেট বাতিল, গেজেট বহির্ভূত ব্যক্তি নামে রেকর্ডিয় জমি হস্তান্তর, খাজনা-খারিজ চালু করা ও বন বিভাগের দেয়া হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুুধবার (৯ ডিসেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিক্ষোভ মিছিল সহকারে এলাকার শতশত মানুষ যোগ দেয়।
এ সময় মানববন্ধনে বক্তরা বলেন, আমরা যুগ যুগ ধরে বাপ-দাদার জোত জমিতে বসবাস করতে থাকলেও বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এসে জমিতে কাজকর্মে বাধা দিচ্ছে। বছরের পর বছর ধরে একের পর এক মিথ্যা মামলায় এলাকার সাধারণ মানুষকে হয়রানী করা হচ্ছে।
তারা আরও বলেন, যে কোন মূল্যে আমাদের সম্পদ রক্ষা করা হবে। যতদিন পর্যন্ত বন বিভাগের গেজেট অবমুক্ত করা না হবে তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বক্তারা অভিযোগ করেন, বন বিভাগ তাদের নিজস্ব জমি রক্ষা না করে এলাকার সাধারণ মানুষের জোত জমির উপর তাদের দৃষ্টি পড়ে।
বন বিভাগের জমির পাশে কারো কোনও জমি থাকলে তাতে কোনও কাজ করতে দেয়না বন বিভাগ। বনের লোকজনকে অনৈতিক সুবিধা না দিলে নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করা হয়। বন বিভাগের এসব অন্যায় অত্যাচার বন্ধ করা না হলে আগামিতে বিক্ষোভ সমাবেশ, অবরোধ ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।