গাজীপুরে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

গাজীপুরে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ৯ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার(১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজারের লাল মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে বেশ কিছু মদের বোতলসহ একজনকে সন্দেহমূলক চলাফেরা করতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা মদের বোতল জব্দ করে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি বিদেশি মদের বোতলসহ সাবেক এক ছাত্রলীগকর্মীকে আটক করেন।

গাজীপুরে বিদেশি মদসহ মাদক কারবারি আটক আটককৃত সাবেক ছাত্রলীগ কর্মী শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকার লাল মিয়ার ছেলে নাহীদ সরকার।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে এক ব্যক্তিকে মদের বোতলসহ সন্দেহমূলকভাবে চলাচল করতে দেখে স্থানীয়রা। এ সময় তারা ৯ বোতল মদ সহ ওই ব্যক্তিকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন একাধিক নারী-পুরুষ নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই সাবেক ছাত্রলীগকর্মী নাহীদ স্থানীয়রা যাকে যে ব্যক্তিকে আটক করেছিল তাকে ছেড়ে দেয় এবং মদ নিজের হেফাজতে রাখে। পরে পুলিশ আসলে নাহীদ মদের ৪ টি বোতল বের করে দেয়। বাকী মদের কথা জানতে চাইলে সে জানায় বাকীগুলোর খবর সে জানে না। মদের বোতল এই ৪ টিই ছিলো। এক পর্যায়ে নাহীদের কথায় পুলিশ সন্দেহ করে এবং তাকে আটক করে নিয়ে যায়।

মাওনা পুলিশ ক্যম্পের ইনচার্জ মিন্টু মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে প্রথমে ৪ টি মদের বোতল পাই। পরে নাহীদের বাড়ির রান্না ঘর থেকে আরো ৫ বোতল পাওয়া যায়। নাহীদকে আটক করা হয়েছে, মামলা হবে।

গাজীপুরে রিটার্নিং ও সহকারী রিটার্ণিং অফিসার হলেন যারা