নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. রয়েল হোসেন (২২) নামে গাজীপুর পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রয়েল হোসেন ঢাকার ধামরাই থানার খাগাইলের আব্দুল খালেকের ছেলে।
নিহতের সহকর্মী ফজলুল হক ও মো. সবুজ জানান, কোনাবাড়ীতে বিদ্যুতের লাইনের সংস্কার কাজ করার সময় সকাল ১০টার দিকে রয়েল বিদ্যুৎস্পৃষ্ট হন। সেসময় সেখানে থাকা তার অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করেন।
পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রয়েল ট্রেনিং শেষে গত সাতমাস যাবত চুক্তিভিত্তিক লাইনম্যান হিসেবে কাজ করছিলেন।
গাজীপুর পল্লী বিদ্যুতের কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম বাদল মিয়া জানান, গ্রীড থেকে বিদ্যুতের লাইন বন্ধ করে কাজ করা হচ্ছিল। কী কারনে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে পার্শ্ববর্তী মার্কেট থেকে জেনারেটর ব্যাকফিড হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, রয়েলকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel