নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর ডংকার বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় নগরীর বাসন থানার ১৪নং ওয়ার্ডের এই বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিভার ভিউ ফুড পার্কের কর্মচারী শাহীন আলম কাজ করতে গিয়ে অর্ধগলিত মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পার্ক কর্তৃপক্ষ বাসন থানার পুলিশকে খবর দেয়। পুলিশ, পিবিআই এবং সিআইডি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার তদন্ত পরিদর্শক নন্দনাল ঘোষ বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসেছি। নৌ পুলিশের সদস্যদের অবহিত করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে আসছে। মরদেহ অর্ধগলিত হওয়ায় কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, ফলে শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা মনে করছি, মরদেহটি পানিতে ভেসে এসে এখানে পৌঁছেছে।
মরদেহটির পরিচয় শনাক্তকরণের জন্য পুলিশ চেষ্টা করছে এবং মামলার কার্যক্রম শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।