নিজস্ব প্রকিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিস্ফোরক মামলায় হারুন খন্দকার (৫২) নামের একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুন খন্দকার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের মৃত ফজলুল হক খন্দকারের ছেলে। তিনি বরমী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরমী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া বিস্ফোরক মামলার আসামি হারুন খন্দকারকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর অসুস্থতার বিষয়ে আমাদের কোনো তথ্য জানা নেই।
এদিকে গ্রেপ্তারকৃত নেতার স্বজনরা অভিযোগ করে বলেন, হারুন খন্দকার দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছেন। তিনি একা চলাফেরা করতে পারেন না এবং সবসময় অন্যের সহায়তা প্রয়োজন হয়। তাঁর ঘনিষ্ঠজন সাব্বির হোসেন বলেন, “শারীরিকভাবে অত্যন্ত দুর্বল একজন মানুষকে গ্রেপ্তার করা অনাকাঙ্ক্ষিত। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই তাঁকে টার্গেট করা হচ্ছে।”
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত, আবার কেউ বলছেন, একজন গুরুতর অসুস্থ ব্যক্তির প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি থাকা দরকার ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।