নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সরকারবাড়ী বাজার এলাকায় শুক্রবার রাতে মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত মদ্যপানের কারণে তারা মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম।
নিহতরা হলেন, জয়পুর হাটের পাচঁবিবি উপজেলার র্পূব বালীখোলা গ্রামের আজিবর হোসেনের ছেলে হেলাল উদ্দিন(৪৫)। তিনি স্থানীয় বাজারে মাংসের ব্যবসা করতেন। আরেকজন হলেন দিনাজপুরের উপজেলার ঘরের পার শিমুলতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল ইসলাম (২৮) এবং সাইদুর রহমান মিশু। মিশুর স্থায়ী ঠিকানা সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি উপজেলার সরকারবাড়ী বাজার এলাকায় দুলাল সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।
ওই বাসার ভাড়াটিয়া ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ তারা অসুস্থ হয়ে যায়। মুখ দিয়ে লালা বের হতে দেখা যায়। ধারনা করা হচ্ছে, তারা সবাই অতিরিক্ত মদ্যপানের কারণে অসুস্থ হয়ে মারা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।