নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে মৌসুমী ফল ব্যবসায়ী জুয়েল তালুকদারকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে রফিকুল ইসলাম রনি (৪২), তার স্ত্রী ছালমা বেগম (৩৭) এবং গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (হরিণাচালা) এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬০)। নিহতের স্ত্রী কোনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রোববার (২৫ মে) কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। সোমবার (২৬ মে) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, নিহত জুয়েল তালুকদার নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি গত ছয় বছর যাবৎ আমতলা (পারিজাত) এলাকায় হোসেন আলীর বাসায় ভাড়া থেকে চাকরি করেছে। সম্প্রতি জন্ডিস রোগে অসুস্থ হয়ে পড়ায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং মাঝে মধ্যে মৌসুমি ফলের ব্যবসা করতেন। রোববার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর কোনাবাড়ীর আমতলা (পারিজাত) এলাকায় মোবাইল চোর সন্দেহ তাকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
গাজীপুরে স্কুলবহির্ভূত কিশোরী ও তরুণীদের ক্ষমতায়নে ক্যাম্পেইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।