নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘পল্টন হত্যা দিবস এবং আওয়ামী লীগের লগি- বৈঠার নৃশংসতায় শহিদদের স্মরণে’ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাসন থানাধীন সাগর সৈকত কনভেনশন হলে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগেআলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানা।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল উত্তর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন, সেক্রেটারি আবু সাইদ মো. ফারুকসহ জামায়াতে ইসলামী, বাংলাদেশ গাজীপুর মহানগর ও এর সহযোগী সংগঠনের নেতারা।
২৮ অক্টোবর পল্টন হত্যা দিবস ও আওয়ামী লীগ কর্তৃক লগি-বৈঠার আন্দোলনে নিহত শহিদদের স্মরণে এ সভার আয়োজন করা হয় বলে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।