নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বাধীন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানায়, গ্রেপ্তারের পর স্বাধীন হত্যার দায় স্বীকার করেছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১ এর কোম্পানি কমান্ডার এ কে এম এ মামুন খান চিশতি। তিনি বলেন, ভিডিও ফুটেজ ও সোর্সের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে শুক্রবার (৮ আগস্ট) রাতে মহানগরীর শিববাড়ি এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় র্যাব একজনকে এবং গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা তুহিন ওই সময় চৌরাস্তা এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার দিন ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। তবে সেখানেও দুর্বৃত্তরা ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে হত্যাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.