নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
বারটানের নির্বাহী পরিচালক (উপ-সচিব) রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, পুষ্টি জ্ঞানে সমৃদ্ধ একটি প্রজন্মই ভবিষ্যতে একটি সুস্থ, কর্মক্ষম ও সমৃদ্ধশালী জাতি গঠনে ভূমিকা রাখবে। বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পুষ্টি সচেতনতামূলক কার্যক্রম ও সেমিনারের আয়োজন করতে হবে, যাতে করে ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই সঠিক পুষ্টি জ্ঞান অর্জন করতে পারে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সেমিনারে পুষ্টির প্রয়োজনীয়তা, খাদ্য নিরাপত্তা এবং সুস্বাস্থ্যের জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।