নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় একটি হত্যার চেষ্টা মামলা করা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহর পক্ষে মামলার বাদী হয়েছেন খন্দকার আল আমিন। মামলা দায়ের করার সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন৷ সোমবার (৫ মে) বিকেলে মামলাটি রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান। মামালায় ৪৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে।
মামলায় বাদী এজাহারে উল্লেখ করেন, হাসনাত আব্দুল্লাহ গত ৪ এপ্রিল সোয়া ৬টার দিকে গাজীপুর মহানগরীর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষ করে সাদারঙের নোয়া গাড়িতে ঢাকা ফিরছিলেন। গাড়িটির পেছন থেকে অজ্ঞাতনামা আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেল যোগে তাকে আক্রমণের উদ্দেশ্য পিছু নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসন থানাধীন আউটপাড়া উল্লা সিনেমা হলের দক্ষিণপাশে পৌঁছালে আটককৃত আসামিরা পলাতক আসামিদের সহযোগিতায় দেশীয় অস্ত্র নিয়ে হাসনাত আব্দুল্লাহকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে৷ তিনি কিছু বোঝার আগের তার গাড়িতে আসামিরা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভেঙে ক্ষতিসাধন করে৷ এরপর আসামিরা গাড়ির ভাঙা গ্লাসের ভেতর দিয়ে তাকে (হাসনাত) হত্যার উদ্দেশ্যে রামদা ও রড দিয়ে আঘাত করে৷ এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
রবিবার (৫ মে) রাত ৭টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকটি মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা হাসনাতের উপর হামলা করেন। হাসনাত ব্যক্তিগত কাজে গাজীপুরে এসেছিলেন। ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আসলে কয়েকটি মোটরসাইকেল পেছন হতে এসে তার গাড়িতে হামলা করে। হামলার পরে তার গাড়িতে পেছনে তারা ধাওয়া করে। একপর্যায়ে হাসনাত গাজীপুরের বোর্ডবাজার আইইউটি বিশ্ববিদ্যালয়ের গেটে নেমে গেলে শিক্ষার্থীরা ছুটে আসে। পরে তাকে সেখান হতে ঢাকা নিয়ে যাওয়া হয়। এ সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরে রাতেই বিক্ষোভ ও মশাল মিছিল করে এনসিপি, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের মানুষেরা।
পুলিশ জানান, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় রাতভর চিরুনী অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়াও বিশেষ অভিযান অব্যাহত আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।