নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অনুমোদনবিহীন হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল মামুন এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলায় ৩২টি অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব নামসর্বস্ব হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল মামুন বলেন, বিভিন্ন অভিযোগে মাওনা ল্যাবএইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসঙ্গতি থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়। তবে হাসপাতালে রোগী থাকায় সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন না করে এক দিন সময় দেওয়া হয়েছে। এ সময় মাওনা ল্যাবএইড হাসপাতালের মালিক পালিয়ে যায়। তাকে পুলিশ দিয়ে খোঁজে আনা হয়। এ ছাড়া এসআর ইবনে সিনা অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কাগজপত্রে অসঙ্গতি থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, মাওনা পপুলার মেডিকেল সেন্টারের অনুমোদনসহ যাবতীয় কাগজপত্র সঠিক পাওয়া যায়। আগামী এক সপ্তাহের মধ্যে শ্রীপুরের সবকটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। অবৈধ হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।