নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুরে ১০ দফা দাবিতে বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছে এস এম নিট ওয়্যার কারখানার শ্রমিকরা।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জয়দেবপুর থানাধীন নতুন বাজার এলাকায় অবস্থিত এস এম নিট ওয়্যারের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।
জানা যায়, সকালে ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন কারখানার শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলমান রয়েছে। শিল্প পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। কারখানাটিতে প্রায় সাড়ে ৭ হাজার শ্রমিক রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।