নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার থেকে বিপুল পরিমাণ দেশি মদসহ নয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে টঙ্গী বাজারের মসলা পট্টি থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা আর্মি ক্যাম্পের একটি দল। আজ শুক্রবার উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— যাদব বর্মণ, সবুজ মিয়া, অরন কুমার, গৌতম হালদার, শহিদুল ইসলাম, মো. সোহেল, মো. আরিফ, মো. শাহিন এবং মো. অপু।
এ সময় তাঁদের কাছ থেকে ১৫২ বোতল (৮০ লিটার) দেশি মদ ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উত্তরা আর্মি ক্যাম্প জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী মসলা পট্টিতে অভিযান চালিয়ে ১৫২ বোতল দেশি মদসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.