নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। শাবকটি মাদি নাকি পুরুষ, তা নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম। এর আগে, গত ১০ অক্টোবর দুপুরে নীলগাই শাবকটি জন্ম নেয়। শাবকটির নিরাপত্তার কথা ভেবে এতদিন গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়নি।
রফিকুল ইসলাম বলেন, গত ১০ অক্টোবর দুপুরে নীলগাইয়ের জন্ম নেওয়া শাবকটি দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ। শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে। নতুন শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়াল ১০।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।