আন্তর্জাতিক ডেস্ক : ড্রাইভিং লাইসেন্স পেয়ে প্রচণ্ড খুশি হয়েছিলেন চীনের এক বাসিন্দা। যেন স্বর্গ হাতে পেয়েছেন। আর সেই খুশিতে প্রায় স্বর্গেই চলে যেতে নিচ্ছিলেন তিনি। দুর্ঘটনা ঘটলেও প্রাণে বেঁচে গেছেন এই গাড়িচালক।
চীনে করেনাভাইরাস আতঙ্কের মধ্যেই গত ২১ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটল দেশটির জুনি শহরে। খবর ডেইলি মেইলের।
ঘটনার বিবৃতি দিয়ে ডেইলি মেইল বলছে, ঝাং নামের ওই ব্যক্তি ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হয়ে গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে বন্ধুদের সুখবরটা দিচ্ছিলেন। যথারীতি বন্ধুরাও তার এই সাফল্যে মোবাইলে ফোন বা এসএমএস করে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছিলেন। আর সেসব পেয়ে খুশিতে আত্মহারা হচ্ছিলেন ঝা। এমনই আত্মহারা অবস্থা ছিল তার যে, গাড়ি চালাতে চালাতে স্টেয়ারিং ছেড়ে দিয়ে এসএমএসের জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েন ঝা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে নিয়ে রাস্তার পাশে থাকা নদীতে মরণঝাঁপ দেয় গাড়িটি। আর সেই দুর্ঘটনার গোটা দৃশ্য ওই এলাকার সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে।
দুর্ঘটনার ছবি ও ভিডিওটি শেয়ার করে সতর্কবার্তা দিয়েছে খোদ জুনি ট্র্যাফিক পুলিশ। তারা জানিয়েছে, ওই দুর্ঘটনার ঠিক দশ মিনিট আগে ঝা নামের গাড়িচালককে ড্রাইভিং লাইসেন্স দিয়েছিল কর্তৃপক্ষ।
তারা আরো জানায়, গাড়িসহ নদীতে পড়ে যাওয়ার পর ভাগ্যক্রমে দরজা খুলে ডুবন্ত গাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন ঝা। দুর্ঘটনায় পরে তাকে এবং তার গাড়িটিকে একটি ক্রেনের সাহায্যে নদী থেকে তোলা হয়। প্রাণে বাঁচলেও তার কাঁধের একটি হাড় সরে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ভিডিওটি শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওটি দেখুন –
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



