জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী হলেও জননেত্রী শেখ হাসিনা একজন সংস্কৃতি সচেতন মানুষ। দেশের সংস্কৃতি অঙ্গনের নিয়মিত খোঁজ নেন তিনি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র উদ্বোধনের পর নিজের পছন্দের গান শুনতে চাইলেন। তিনি ‘চাটগাঁইয়া নওজোয়ান আরা হিন্দু-মুসলমান’ গানের কলি বলে চট্টগ্রামের আঞ্চলিক গান শুনতে চান। পরে একজন ‘বাঁশখালী-মইশখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই টানে’ গানটি প্রধানমন্ত্রীকে গেয়ে শোনান। রবিবার (২৬ জানুয়ারি) এসব ঘটে।
এ সময় তিনি চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় হালদা নদীর পাড়ে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারেরও উদ্বোধন করেন। এই শোধনাগার থেকে প্রতিদিন ৯ কোটি লিটার পানি পাওয়া যাচ্ছে। এসব প্রকল্প উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের সময় চট্টগ্রাম প্রান্তের অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


