জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চার সদস্যবিশিষ্ট প্রশিক্ষক দল (Mobile Training Team) গত ১৩ অক্টোবর থেকে গাম্বিয়া আর্মড ফোর্সেস ট্রেনিং স্কুলে ছয় সপ্তাহব্যাপী প্রাক মোতায়েন প্রশিক্ষণ পরিচালনা করছে।
প্রশিক্ষণে গাম্বিয়ার ২৫০ জন অফিসার ও সৈনিক অংশগ্রহণ করছেন।
Bangladesh Institute of Peace Support Operation Training (BIPSOT) এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো গাম্বিয়ার Quick Reaction Force (QRF)-কে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টের সাথে যৌথভাবে মোতায়েনের জন্য প্রস্তুত করা।
প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে- Core Pre-deployment Training Materials (CPTM), Specialized Training Materials for UNIBAT (STM-UNIBAT) এবং মাঠ পর্যায়ের অনুশীলন (Field Training Exercise – FTX)।
প্রশিক্ষণ কার্যক্রমটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অংশীদার দেশসমূহের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন, যা নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের পরিচয়। এই উদ্যোগ বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
প্রশিক্ষণ কার্যক্রমটি আগামী ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।