আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর লক করা গাড়ি থেকে ৩৬টি শিশুকে উদ্ধার করেছে আরব আমিরাতের দুবাইয়ের পুলিশ। এর পরিপ্রেক্ষিতে শিশুদের গাড়িতে একা রেখে যাওয়ার ‘মারাত্মক পরিণতি’ সম্পর্কে অভিভাবক ও গাড়িচালকদের সতর্ক করা হয়েছে।
পুলিশ বলছে, গরম আবহাওয়ায় পার্কিংয়ে রেখে যাওয়া গাড়িতে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অনুভূত হতে পারে। তখন বন্ধ গাড়িতে রেখে গেলে প্রচণ্ড তাপ ও অক্সিজেন ঘাটতির কারণে মৃত্যুও হতে পারে শিশুদের।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা আমিরাতের আইন অনুযায়ী অপরাধ। তাই ভুলক্রমে বা কাজের চাপে অল্প সময়ের জন্যও গাড়িতে শিশুদের একা না রেখে যেতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ।
এদিকে আবুধাবি পুলিশের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ হামাদ আল ঈসাই বলেন, সম্প্রতি এক শিশুকে গাড়িতে রেখে চলে যান তাঁর বাবা। তীব্র গরমে ও দম বন্ধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়। এ ধরনের অপরাধের জন্য অভিভাবকের সর্বনিম্ন পাঁচ হাজার দিরহাম জরিমানা অথবা কারাদণ্ড হতে পারে।
দুবাই পুলিশের পরিচালক বুত্তি আল ফালাসি বলেন, ‘আমরা দেখেছি বেশ কিছু ক্ষেত্রে ভুলক্রমে বা কাজের চাপে শিশুদের গাড়িতে রেখে চলে যান অভিভাবকরা। ’ সূত্র: খালিজ টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।