বিনোদন ডেস্ক : গিটারের সুরে মায়াবী গলায় মান্না দে’র ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ গানটি গেয়ে ভাইরাল হয়েছেন জহুরুল ইসলাম নামের রাজধানীর এক রিকশাচালক। মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গানটি ভাসছে।
জহুরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদরের বাঘবাটি গ্রামে। ঢাকায় থাকেন হাজারিবাগে। তার গানের ভিডিওটি ধারণ করেছেন এস এম সুজা উদ্দিন নামের এক ফেইসবুক ব্যবহারকারী। এসময় গিটার বাজিয়েছেন নাজমুল হাসান নামের আরেকজন। এই দুজনের সঙ্গে জহুরুলের দেখা হয় ধানমন্ডি আটে। সেখানে আলমাসের গলিতে বসে গানটি গান তিনি।
এরপর গানটি ফেসবুকে প্রকাশের পর থেকে সেটি মুহূতেই ভাইরাল হয়ে যায়।
এ ব্যাপারে গণমাধ্যমে জহুরুল বলেন, ‘গানটি শুনে শুনে গাওয়া। রিকশা চালাতে চালাতে গান গাই। কখনো ফুটপাতে বসে গাই। এ এক আলাদা শান্তি।’
তিনি জানান, অভাবের কারণে এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি তার। বাবা নেই, গ্রামে অসুস্থ মা। তাই ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।