Advertisement
ভারতের নামী কোম্পানি আইটিসির লাক্সারি চকলেট ফ্যাবেল ব্র্যান্ড নতুন এই চকলেট নিয়ে এসেছে। এটি বিশ্বের অন্যতম দামি চকলেট। জানা গেছে, চকলেটটি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। বিলাসী এই চকলেটের নাম ‘ফ্যাবেল ট্রিনিটি ট্রাফলস এক্সট্রা অর্ডিনেয়র’।
বাজারজাতকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এই চকলেটের ওপর ব্যবহৃত হয়েছে খাওয়ার উপযোগী সোনা। আরও ব্যবহৃত হয়েছে জাফরান ও হোয়াইট ট্রাফেল। এটি এমনভাবে মোড়কজাত করা হয়েছে যে দেখতে মুকুটের মতো লাগে। মোড়কও সাড়ে ৫ হাজার ক্রিস্টাল দিয়ে সাজানো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।