জুমবাংলা ডেস্ক : কাঁধের ওপর ফুটবল নাচিয়ে গিনেস রেকর্ড বুকে নাম লেখানো বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান জুবায়েরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসকের কক্ষে সংবর্ধিত জুবায়েরকে প্রথমে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলো সংবর্ধিত জুবায়েরের হাতে নগদ ১০ হাজার টাকার খাম এবং ক্রেস্ট তুলে দেন।
এর আগে জুবায়ের জেলা প্রশাসকের কক্ষে ফুটবল নিয়ে কসরত করে দেখান।
প্রসঙ্গত, এক মিনিটে সবচেয়ে বেশিক্ষণ কাঁধের ওপর ফুটবল নাচিয়ে ফ্রিস্টাইল বিভাগে এ রেকর্ড গড়েন জুবায়ের। গত ৩০ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি থেকে জুবায়েরকে এ স্বীকৃতি দেয়া হয়। জুবায়ের ঝালকাঠি জেলার বাসিন্দা জালাল আহম্মদের ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।