গুগল ক্রোমের ১০৪ নম্বর আপডেট আগস্টের ২ তারিখে রিলিজ করা হয়েছে। পেজ লোডিং অভিজ্ঞতা, স্ক্রিন শেয়ারিং টুল, Chromebook UI ইত্যাদি ক্ষেত্রে ফিচার যুক্ত করা হয়েছে।
সাইটের পেজ লোডিং যেন দ্রুত হয় সে বিষয়ে পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষার নাম দেওয়া হয়েছে ‘LazyEmbeds”। এখন ‘Lazy Loading’ সিস্টেমের মাধ্যমে ওয়েবসাইট লোড হয়। এটির মানে হচ্ছে কন্টেন্ট দৃশ্যমান হওয়ার আগ পর্যন্ত লোড হবে না।
গুগল ক্রোমে এখন ক্যাপচার করা ভিডিও ক্রম করা যাবে। এটিকে ‘রেজিওন ক্যাপচার’ ফিচার বলা হয়। এই ফিচারের মাধ্যমে আপনি ভিডিও এর একটি নির্দিষ্ট অংশ শেয়ার বা রেকর্ড করতে পারবেন।
গুগল তার ক্রোম অপারেটিং সিস্টেম ইন্টারফেসে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। অ্যাপ লঞ্চারটি এখন দেখতে উইন্ডোজ স্টার্ট মেনুর মতো মনে হচ্ছে। উইন্ডোজ স্টার্ট মেনুর মতো স্ক্রিনের কোনায় প্রোডাক্টিভিটি লঞ্চার নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে গুগল সার্চ বার এবং Assistant Shorcut এর ফিচার অন্তর্ভুক্ত করা আছে। পুরনো লঞ্চার থেকে এখানে উন্নতি ঘটানো হয়েছে।
ক্রোমবুকে আগে থেকেই ডার্ক এবং লাইট থিম ফিচার অন্তর্ভুক্ত করা ছিল। তবে বর্তমানে এটা স্বয়ংক্রিয়ভাবে শেষ করার কার্যকারিতা রাখা হয়েছে। রাতে এবং দিনে থিম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যাবে।
গুগল তার সিস্টেমে নতুন ক্যালেন্ডার উইজেট নিয়ে এসেছে। আপনি বাম দিকে ডেট অপশনে ট্যাপ করার পরে সুন্দর এবং বড় ক্যালেন্ডার উইজেট সামনে ভাসবে। নোটিফিকেশনের ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
পরবর্তী সময়ে অনলাইনে কেনাকাটা সহজ করার জন্য ক্রেডিট কার্ডের ডাটা সংরক্ষণ করার অপশন রাখা হয়েছে। পারমিশন পলিসির পাশাপাশি এখন ওয়েব ব্লুটুথ কন্ট্রোল করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।